‘মজনু সিরিয়াল রেপিস্ট’

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনু একজন সিরিয়াল রেপিস্ট। এর আগেও সে এই ধরণের ঘটনা ঘটিয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর কাওরান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন-কাশেম সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, মজনু এর আগে একাধিক নারীকে ধর্ষণ করেছে। তার শিকার ছিল প্রতিবন্ধী নারী ও ভিক্ষুক। তাদের ধরে এনে ধর্ষণ করত সে। ছাত্রীকে যেখানে ধর্ষণ করেছে একই জায়গায় আগেও সে আরো অনেককেই ধর্ষণ করেছে।

তিনি আরো জানান, স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মজনু এই ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। ঘটনার দিন সে কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার সময় ঢাবি’র ওই ছাত্রীকে অনুসরণ করতে থাকে। এবং এক পর্যায়ে নির্জন জায়গা দেখে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে।

বিফ্রিংয়ে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক জানান, মজনু একাই ওই ছাত্রীকে ধর্ষণ করেছে। সে মাদকাসক্ত।

তিনি জানান, নির্যাতিত ছাত্রীর দেয়া তথ্য মিলিয়েই মজনুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে সব স্বীকার করেছে। এবং ধর্ষণের পর সে ওই ছাত্রীকে হত্যার চেষ্টাও করেছিল বলেও স্বীকার করেছে। সূত্র:: নয়াদিগন্ত

সর্বশেষ