বিএনপি খাওয়া-দাওয়ার রাজনীতির মধ্যে নাই: মির্জা আব্বাস

 

- Advertisement -

বিএনপি কখনো লুটপাট, খাওয়া-দাওয়ার রাজনীতির মধ্যে নাই বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ব্যাংক লুট, শেয়ারবাজারের টাকা লুট এসব করছে আওয়ামী লীগ। তাই দেশে এখন চরম বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট দেখা দিয়েছে। অথচ আওয়ামী লীগের নেতাদের দেশ-বিদেশে টাকার পাহাড় জমেছে। রোববার বিকালে ঢাকা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব বলেন।

তিনি বলেন, বিএনপি মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেছিল। আবার মানুষের ভালোবাসা নিয়েই ক্ষমতায় আসবে। খুলনা ও রংপুরে বিএনপির সমাবেশের উদাহরণ টেনে বলেন, মানুষ এ সরকারকে শিক্ষা দিতে আসছে, আমরা পায়ের আওয়াজ পাচ্ছি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, এ অবৈধ সরকার দেশের টাকা লুট করে ধনী হচ্ছে আর গরীব মানুষ না খেয়ে মরার সময় হয়েছে। তাই জনগণকে নিয়ে খুব তাড়াতাড়ি সরকারকে বিদায় করতে হবে।

তিনি আরো বলেন, হাসিনা পালাবে কোথায়? তিন দিক কাঁটাতারের বেড়া, একদিকে বঙ্গোপসাগর। জনগণ সব কিছুর বিচার করবে।

তিনি বলেন, প্রশাসন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে অনুমতি দেয়নি। তাই আমরা বাধ্য হয়ে ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাসা নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় এ সম্মেলন করছি। জনগণ এর জবাব একদিন ঠিকই দেবে।

সম্মেলনকে ঘিরে ঢাকা জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জায়গা সংকটের কারণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের স্থান সংকুলান নিয়ে সমস্যায় পড়তে দেখা যায়।

বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা তাদের রাস্তায় নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন।

সম্মেলনস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

সর্বশেষ