spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে পশুর দামে কারসাজি ঠেকাতে বৈষম্যবিরোধীদের পাশে রাখবে সিএমপি

নিজস্ব প্রতিবেদক
spot_img

মো.মোক্তার হোসেন বাবু : কোরবানির পশুর কৃত্রিম সংকট তৈরি করে দাম নিয়ে কারসাজি ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সিটিজেনস ফোরামের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার সকালে ঈদুল আজহা উপলক্ষে সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক ‘নিরাপত্তা সমন্বয় সভায়’ এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঈদুল আজহাকে সামনে রেখে পশু এবং কোরবানির চামড়া বেচাকেনা নিয়ে নিরাপত্তায় মোট ১০ দফা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।এতে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবির।

- Advertisement -

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির পশু ও চামড়া কেনাবেচা ও পরিবহন, বাজারে জাল নোটের ব্যবহার রোধ এবং পশুর হাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ১০ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব সিদ্ধান্তের মধ্যে আছে-কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল ধরনের চাঁদাবাজি ও খুনখারাবি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।কোনো ধরনের গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয়, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো।পশু বহনকারী গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধ এবং পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, ছিনতাইকারীদের তালিকা করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া।মহানগর এলাকার স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজারাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে জালনোট শনাক্তে মেশিন স্থাপন।পশুর বাজার কেন্দ্রিক ইজারাদারদের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার নিশ্চিত করা।সড়কে অনুমোদন ছাড়া পশুর বাজার বসতে না দেওয়া।পশুর বাজারের আশপাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা। বাজারে পশুর কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন দাম বাড়াতে না পারে, সে জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সিটিজেনস্ ফোরাম নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া কেনাবেচা না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।
এছাড়া পশুর বাজার কেন্দ্রিক সার্বিক নিরাপত্তার জন্য নাগরিকদের নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর)- ০১৩২০-০৫৪০৮০ ও উপ-কমিশনার (বন্দর)- ০১৩২০-০৫৪২০০ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান)- ০১৩২০-০৫২৫১৫, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপরাধ ও অভিযান)- ০১৩২০-০৫২৫১৫ ও সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে- ০১৩২০-০৫৭৯৯৮ তথ্য দিতে বলা হয়েছে।সভায় সিএমপি, র‌্যাব, জেলা প্রশাসন, চসিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ