১৫০ নারীর সঙ্গেও অন্তরঙ্গ সম্পর্ক ছিল সালমান মুক্তাদিরের

 

- Advertisement -

তরুণ ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের খবর এখন চারদিকে ভেসে বেড়াচ্ছে। শোবিজে নিজের বয়সের তুলনায় বড় নারীর সঙ্গেও অন্তরঙ্গ সম্পর্ক ছিল এই তারকার। রেডিও ক্যাপিটাল ৯৪.৮ এর একটি অনুষ্ঠানে তিনি নিজেই জানালেন এই তথ্য। এই অনুষ্ঠানে তারসঙ্গে আরো ছিল মিস ওয়াল্ডখ্যাত জেসিয়া। সেখানে তারা নিজেদের মধ্যকার সম্পর্ক, রাগ-অভিমান-ক্ষোভ-ভালোবাসা ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন। সেখানেই সালমান জানিয়েছেন,  ১৫০টি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল তার। এর মধ্যে কয়েকজনের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড ছিল, ফ্লিং (অল্প সময়ের জন্য কোনো কিছু উপভোগ/উদযাপন) ছিল। ইন্ডাস্ট্রিতে বয়সে বড় এমন নারীর সঙ্গেও অন্তরঙ্গ সম্পর্ক ছিল তার।

সর্বশেষ