আ. লীগ আজব যন্ত্র, রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে বের হয় : রুমিন ফারহান

 

- Advertisement -

মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের শক্তি আওয়ামী লীগ খুব স্মার্টলি রাজনীতিতে বিভাজন তৈরি করাতে শব্দটি প্রবেশ করিয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এ ‘তৃতীয় মাত্রা’ টকশোতে এমন মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ধরেই নেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি। এক সময় জাতীয় সংসদে বলা হয়েছিলো, আওয়ামী লীগ এমন এক আজব যন্ত্র সেখান দিয়ে আপনি যত রাজাকারই ঢুকান না কেন অপর পাশ দিয়ে অটমেটিকলি মুক্তিযোদ্ধা বেরিয়ে আসবে।

রুমিন ফারহান বলেন, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, বিচার বিভাগ, স্বাধীনতা এবং ন্যায় বিচারের কথা বলেন, তাহলে আপরি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে যাবেন। জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ কথা বলছে। এই জামায়াতকে নিয়ে কি আওয়ামী লীগ দল গঠন করেনি? যখনি জামায়াত আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে বিএনপি’র সাথে যুক্ত হয়েছে তখন থেকেই তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে গেল।

মানুষের জন্য সংবিধান নাকি সংবিধানের জন্য মানুষ? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণ যদি ভোট দিতে না পারে তাহলে এই সংবিধান থেকে লাভ কি? সংবিধানের যে মূল নীতি সেখানে বলা আছে গণতন্ত্রের কথা। গণতন্ত্রের মূল ধাপটিই হচ্ছে ভোটাধিকার। সেটা যদি না হয় তাহলে সংবিধান দিয়ে লাভ কি?

তিনি বলেন, সংবিধান কয়েকবার সংশোধন করা হয়েছে। যে যখন ক্ষমতায় এসেছে তার সুবিধা মতো সংশোধন করেছেন। তবে সবচেয়ে বেশি সংশোধন হয়েছে এই সরকারের আমলে, গত ১০ বছরে। বিচার , আইন ও নির্বাহী বিভাগ আমরা আলাদা রাখতে পেরেছি? সব কেন্দ্রীভূত হয়ে গেছে। সারা বাংলাদেশ এখন এক ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে রুমিন ফারহান বলেন, সরকার যে উন্নয়ন করেছে, এই উন্নয়ন এতোই আজব উন্নয়ন। এই উন্নয়নে গুটি কয়েক মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় এবং বিশ্বের অতি ধনী মানুষের দ্রুত বৃদ্ধি পায়, সেখানে বাংলাদেশ শীর্ষ স্থান দখল করে ফেলে!

সর্বশেষ