spot_imgspot_img
spot_imgspot_img

পহেলা জানুয়ারী সাংবাদিক এস এম ফয়েজের জম্মদিন

spot_img

বাংলাভিশনের স্টাফ রির্পোটার এস এম ফয়েজের শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, বন্ধু, বান্ধবী, সহকর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

- Advertisement -

নতুন ইংরেজি বছরের প্রথম প্রহরে ক্রাইম রির্পোটার এস এম ফয়েজকে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানান অনেকেই। এ সময় তার দীর্ঘায়ু কামনা করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনেকে তার ছবি তাকে জম্মদিনের শুভেচ্ছা জানান। জম্মদিনে ফুলের শুভেচ্ছা সিক্ত হন এস এম ফয়েজ।

বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের স্টাফ রির্পোটার ফয়েজের জন্মদিন পহেলা জানুয়ারীতে। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামে সমভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। এস এম ফয়েজের শৈশব কাটে লক্ষীপুর ও নোয়াখালীতে। সেখান খেকে এসএসসি ও এইচ এস সি সম্পন্ন করেন। পরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মার্স্টাস পাশ করেন।

বেসরকারি টেলিভিশন আরটিভি থেকে তার সাংবাদিকতা পেশা শুরু। এরপর ২০১১ সালে বাংলাভিশন চ্যানেলে যোগদান করেন।

সাংবাদিক এস এম ফয়েজ বতর্মানে ক্রাইম সাংবাদিকদের অন্যতম। তিনি মাঠ পর্যায়ে সাংবাদিকদের কাছে বেশ জনপ্রিয়। জনপ্রিয় তার নিজ এলাকায়ও। সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন তিনি। এস এম ফয়েজ অনেক মেধাবী ও সাহসি একজন সাংবাদিক। সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় সব সময় পাশে থাকতে দেখা যায়। অল্পদিনে এস এম ফয়েজ সাংবাদিকতা পেশায় বেশ পরিচিতি লাভ করেন।

জম্নদিন উপলক্ষে কথা হয় এস এম ফয়েজের সাথে, জানান সব সময় দেশ ও জনগণের কল্যানে কাজ করতে চান। তার জম্মদিনে বন্ধুরা কিছু না বলে হঠাৎ কেক নিয়ে হাজির তার বাসায়। তখন বাসায় ঘুমিয়ে ছিলেন। থার্টি নাইটে নাইট ডিউটি শেষ করে বাসায় আসেন। তারপরই বন্ধু ঘুম থেকে উঠিয়ে জম্মদিনের কেক কাটেন। সাংবাদিক এস এম ফয়েজ সবার দোয়া কামনা করেন। এভাবে তার জম্মদিনের কেক কাটা হবে তা জানা ছিল না তার। প্রথমে অবাক হলেও। বেশ আনন্দিত সবার ভালাবাসায়।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। লক্ষীপুর সাংবাদিক ফোরামের যুব ও ক্রীড়া সম্পাদক।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ