অগনিত পাঠকের ভালবাসায় “প্রিয় সংবাদ ডটকম” ফেসবুক লাইক ৪ লাখ ছাড়িয়ে…..

সিরাজুল আলম টিপু :: পাঠকের অগনিত ভালবাসায় বাংলা ভাষায় প্রচারিত সর্বপ্রথম আধুনিক রেসপনসিভ ডিজাইনের সংবাদ মাধ্যম “প্রিয় সংবাদ ডটকম” এর ফেসবুক লাইকে চার লক্ষাধিক পাঠকের হৃদয় স্পর্শ করেছে। মাত্র দুই বছরে এমন গৌরবময় সাফল্য অর্জন করলো “প্রিয় সংবাদ ডটকম”। শুধুই কি তাই, গত ২০ আগস্ট পত্রিকাটির ফেসবুক লাইক ছিল ৩ লক্ষ। মাত্র ৩ মাসের ব্যবধানে আরো ১ লক্ষ ফেসবুক লাইক যুক্ত হয়েছে পরিবারটির সাথে। অবশ্য এই সাফল্যের পুরো কৃতিত্ব পাঠক মহলের। কারণ “প্রিয় সংবাদ ডটকম” সব সময়ই পাঠক চাহিদাকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে। এজন্য আজ পাঠকের অকৃত্রিম ভালবাসায় সিক্ত এই নিউজ পোর্টালটি।

- Advertisement -

আমাদের দেশ বিদেশের অগণিত পাঠক, শুভানুধ্যায়ী ও একঝাঁক উদ্যোমী সংবাদকর্মীর অক্লান্ত প্রচেষ্টায় মাত্র দুই বছরের মধ্যেই এ সাফল্য।

“পূর্ণাঙ্গ সত্যের দ্বিধাহীন প্রকাশ” এই স্লোগান নিয়ে এই অনলাইন নিউজ পোর্টালটির যাত্রা শুরু হয় গত ১ জানুয়ারী  ২০১৭ইং। আজ ৪ নভেম্বর ২০১৯ইং “প্রিয় সংবাদ ডটকম” ফেসবুক লাইক সংখ্যা ৪ লাখ অতিক্রম করে।

অতি অল্প সময়ে আমাদের এই সাফল্যে দেশ বিদেশের অগণিত পাঠক, শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা।

আমাদের পথচলার শুরু থেকে ছিল তরুণ উদ্যোমী একঝাঁক সংবাদকর্মী। অনলাইনে সম্প্রচারে আসার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে প্রিয় সংবাদ ডটকম।

পাঠক নন্দিত এই নিউজ পোর্টালটিতে রয়েছে অনেকগুলো জনপ্রিয় বিভাগ। সেগুলো হচ্ছে : জাতীয়,খেলাধুলা, স্বাস্থ্য, লাইফ স্টাইল, সারাদেশ, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ধর্ম ও জীবন, ফিচার,আইন আদালত, অপরাধ, পাঠকের কলাম, রান্নাঘর, সম্পাদকীয়,সাক্ষাৎকার,শিল্প সাহিত্য,মিডিয়া,বিনোদন, আন্তর্জাতিক,অর্থবানিজ্য, বিশেষ সংবাদ, অন্যরকম সংবাদ, তথ্য প্রযুক্তি রাজনীতি, কূটনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, প্রিয় চট্টগ্রাম, গ্যালারী, ফিরে দেখাঃ অতীতের আলোচিত সংবাদ।

পাঠক চাহিদাকে গুরুত্ব দিয়ে রয়েছে নিউজের পাঠকের কলাম। রয়েছে প্রতিদিনের তরতাজা খবর। রয়েছে ভিতরে-বাইরে একঝাঁক প্রতিশ্রুতিশীল কর্মিবাহিনী।

সংবাদমাধ্যম হিসেবে পাঠকের আস্থা ও বিশ্বস্ততা অর্জনে “প্রিয় সংবাদ ডটকম” আপন কর্মদক্ষতায় এখন অনেক অগ্রসর। আগামী দিনে আরো পরিশীলিত ও বিশ্বস্ততার মাপকাঠিতে এগিয়ে যেতে চায়। ইতিমধ্যে আস্থার সে স্থানটিতে পৌঁছাতে অনেকটাই সক্ষম হয়েছে  “প্রিয় সংবাদ ডটকম”।

ধন্যবাদান্তে

চেয়ারম্যান

মো.মুক্তার হোসেন বাবু

সম্পাদক: মো.মামুন

সর্বশেষ