বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

এবার ঈদে ট্রেনে প্রতিদিন তিন লাখের বেশি যাত্রীবহন করবে

 

- Advertisement -

এবার পবিত্র ঈদ-উল-ফিতরে ট্রেনে প্রতিদিন তিন লাখের বেশি যাত্রী পরিবহন করা হবে। বর্তমানে ট্রেনে যাত্রী পরিবহন করে ২ লাখ ৬১ হাজার। এছাড়া ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২ জুন থেকে। টিকিট বিক্রির শুরুর দিন পাওয়া যাবে ১১ জুনের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি ৯ জুন থেকে শুরু হবে। এ দিন ফিরতি ১৮ জুনের টিকিট পাওয়া যাবে। এছাড়া পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে মিলে ৫টি বিশেষ ট্রেন চলবে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সড়কের নানাবিধ সমস্যার কারণে এবার ট্রেনে চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখেই রেল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাড়ানো হচ্ছে বাড়তি কোচ ও ইঞ্জিন। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়াজাহান বলেন, ট্রেনের আগাম টিকিট বিক্রির ব্যাপারে প্রাথমিকভাবে এ সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে ২৪ মে মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রতি বছরই আমদের যাত্রী বহনে সক্ষমতা বাড়ছে। বাড়তি চাপ সামলাতে আমরা ইতিমধ্যেই সব প্রস্তুতি নিয়েছি। তবে যে সমস্ত গার্মেন্টস আছে সেগুলো পর্যায়ক্রমে ছুটি দিলে চাপ কম থাকবে। তিনি বলেন, সব অফিসগুলো একসাথে ছুটির কারণে ট্রেনে বাড়তি চাপ থাকে। যার ফলে যাত্রীরা ট্রেনের ছাদে উঠতে বাধ্য হয়। যাত্রী চাপ থাকলে অনেক সময় ট্রেনের সময় বিচ্যুতিও ঘটে। তবে আমরা সিডিউল ঠিক রেখেই ট্রেন চালানোর চেষ্টা করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্চ মাসে গড়ে প্রতিদিন ২ লাখ ৬১ হাজার যাত্রী বহন করেছি। সে হিসেবে ঈদে এ হার বেড়ে হবে ৩ লাখের বেশি। আমাদের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ৫টি স্পেশাল ট্রেন চলবে। ঈদের ৫ দিন আগে এবং ঈদের ৭ দিন পর পর্যন্ত বিশেষ এই পাঁচটি ট্রেন ৪৭টি ট্রিপ দিবে। গত ঈদে বাংলদেশ রেলওয়ে ১৫০টি কোচ ছিলো। তবে এবারের ঈদে ১৬০টি থেকে ১৭০টি কোচ চালানোর চিন্তাভাবনা আছে। এসব বিশেষ ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করবে। শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দুটি ট্রেন চালানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ