ভোর থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
মিরপুর, মানিকনগর, মালিবাগ, ওয়্যারলেস, মোহাম্মদপুর, তেজগাঁও, দৈনিক বাংলাসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলোতে দেখা যায় হাটু সমান পানি। রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয় যানজট। এ সুযোগে রিকশা চালকেরা ভাড়া চাচ্ছে দ্বিগুণেরও বেশি।
এদিকে সকালে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে সন্তানদের নিয়ে স্কুলে যেতে দেখা যায় অনেককেই। আবার কাকভেজা হয়ে রাস্তায় ছুটছেন অফিসগামী মানুষেরা। রাস্তায় পানি জমে থাকায় বেশি বিপদে পড়েছেন সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা।
এছাড়া বৃষ্টি ও পানির কারণেও জনচলাচল কম দেখা গেছে। বৈরী আবহাওয়া, বজ্রবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রিকশাভাড়াও বেড়ে দ্বিগুণ হয়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় পরিবহন সংকটের খবরও পাওয়া গেছে।
রাজধানীতে গতকাল রোববার ভোর ৬টা থেকে আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার এবং আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, শুধু রাজধানীতেই নয়, গত ২৪ ঘণ্টায় রংপুর ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাস জুড়ে সারাদেশেই এমন কম বেশি বৃষ্টি হবে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।