প্রিয় সংবাদ ডেস্ক :: সনটা ১৯৯১ / ২৯এপ্রিল ভয়াল রাত্রীর আধারে প্রবল বেগে ঘূর্ণিঝড় হারিকেন যখন আঘাত হানলো তখন হালিশহর এ-ব্লকে বসবাসরত সবাই যখন জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে আত্নরক্ষার জন্য যে যেভাবে পেরেছে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। কিন্ত আমাদের এ-ব্লকের একজন বীর পুরূষ ছিলেন তিনি ঘূর্ণিঝড়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুরো শরীরে কাথা আর কম্বল জড়িয়ে পুরো এ-ব্লকে বসবাসরত এলাকাবাসীর সেমিপাকা ঘরের টিনের চাল উড়ে গিয়ে বিভিন্ন জায়াগায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল তিনি তা সংগ্রহ করে নিজের ভাড়া দোকানে লুকিয়ে রেখেছিলেন। পরদিন যখন ভোর বেলায় ঘূর্ণিঝড়ের তান্ডব শেষ হলো । তখন এ-ব্লকে বসবাসরত বাসিন্দারা তাদের ঘরের বা দোকানের চালের টিন খুঁজতে লাগলেন কিছুতে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা-খুজির পর বেরিয়ে এলো টিন কোথায় সংগ্রহ করা ছিল। তখনি সেই বীর পুরুষকে এ-ব্লকের বাসিন্দারা টিন থেরাপি দিয়েছিলেন । ঘরের চালের টিনের গায়ে কিন্ত মার্কা ছিল উট মার্কা,গরু মার্কা,মুরগী মার্কা ঢেউ টিন। প্রসঙ্গ দুষ্ট লোকের হাতে যখন দমন নীতি হয় তখন অসহায় মানুষ হয়ে যায় নিরুপায়। মৃত্যুর স্বাদ পৃথিবীর প্রানী জগতের সবাইকে পেতে হবে যদি কেউ মনে করে থাকেন আমি এই সুন্দর পৃথিবীতে চিরস্থায়ী হিসবে এসেছি তার ধারনা পুরাটাই ভুল। এই সুন্দর পৃথিবী মায়া ছেড়ে আপনি,আমি সবাইকে যেতে হবে পরপারের সেই চিরস্থায়ী গন্তব্যে।আজ আপনার ক্ষমতা আছে কাল নাও থাকতে পারে । আর এই ক্ষমতার বড়াই কেনই বা আমি আপনি করে থাকি। ক্ষমতার বড়াই করবে সৃষ্টি জগতের সৃষ্টিকারী একমাত্র আল্লাহ।তাই সময় থাকতে মহান আল্লাহকে ভয় করুন আর অসহায় নিরুপায় মানুষের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন। কেউ যদি ভুল পথ ছেড়ে সৎ পথে থেকে পরিশ্রমের মাধ্যমে নিজের জিবীকা অর্জন করতে চাই তাহলে তাকে সাহস দিন,ভালো পরামর্শ দিন। অযথা কেনই বা তাকে আপনি ভয় দেখিয়ে বাধ্য করবেন ভুল পথে পরিচালিত হওয়ার জন্য।মনে রাখবেন বাঘের উপরে টাক ও আছে।আপনি সাধারন একজন সরকারি নিন্ম শ্রেনীর কর্মচারী হয়ে এত বিত্ত বৈভবের মালিক কিভাবে হলেন? এত টাকার উৎস কোথায় পেলেন? আপনার অর্জিত সম্পদ কিভাবে অর্জন করেছেন সব তালিকা আমাদের হাতে আছে। অতএব সাধু সাবধান। দাদু ভাই আপনার সাথে প্রশাসনের ব্যাক্তিদয়ের সাথে যত সু- সম্পর্ক থাকুক না কেন সেই কতিপয় পুলিশ কর্মকর্তারা ও আইনের উর্দ্ধে নয় । দেখুন না উদাহরন হিসবে ক্ষমতার অপব্যবারকারী সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যাকান্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদের কি অবস্থা। সময় থাকতে শিক্ষা নিন না হয় আপনাদের ও একই পরিনতি ভোগ করতে হবে।