spot_imgspot_img
spot_imgspot_img

৭১ টিভিকে বয়কটের ডাক ভিপি নুরের

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক ::   ৭১ টিভি তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য বার বার ফোন দিয়েছিলো। আমি সরাসরিই বলে দিয়েছি, বিভিন্ন সময়ে ৭১ টিভির পক্ষপাতমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই ৭১ টিভিতে কথা বলার ইচ্ছে ও রুচি নেই।

সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের বলবো সকল ধরণের হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যম বর্জন করুন। এভাবেই সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে একাত্তর টিভির উদ্দেশ্যে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।

স্ট্যাটাসে ভিপি নুর আরো বলেন, ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে সবিনয়ে জানতে চাই আপনারা যেভাবে সংবাদ উপস্থাপন করেন এগুলো কি সাংবাদিকতা বা গণমাধ্যমের নীতিমালায় পড়ে? এগুলো কোন গণমাধ্যমের কাজ?

এছাড়া নুর ৭১ টিভির ফেসবুক পেইজ আনলাইক এবং ইউটিউব চ্যানেল আন-সাবস্ক্রাইব করে দিয়েছেন। সে সাথে আজ থেকে একাত্তর টিভি দেখবেন না বলেও অন্য আরেক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি।

৭১ টিভি তাদের প্রো’গ্রামে যাওয়ার জন্য বার বার ফোন দিয়েছিলো। আমি সরাসরিই বলে দিয়েছি, বিভিন্ন সময়ে ৭১ টিভির পক্ষপাতমূ’লক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই ৭১ টিভিতে কথা বলার ইচ্ছে ও রুচি নেই।

সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের বলবো সকল ধরণের হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যম বর্জন করুন। এভাবেই সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে একাত্তর টিভির উদ্দেশ্যে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ