আরব বসন্ত বলতে আসলে কি বোঝায়

আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়। ২০১০ খ্রিষ্টাব্দের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা আর রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওটে। আর এই পরিচিতিতে সহায়ক ভূমিকা পালন করে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।

- Advertisement -

আরব বসন্তের শুরু হয় ২০১০ খ্রিষ্টাব্দের ১৭ ডিসেম্বর তিউনিসিয়ায়। ওই দিন মোহাম্মদ বোয়াজিজি নামে এক ফল বিক্রেতা পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন। তারপরই ব্যাপকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তিউনিসিয়ায় শুরু হওয়া সেই গণবিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন আরব দেশে। এই গণবিক্ষোভে দেড় লাখেরও অধিক মানুষের প্রাণহানি ঘটে বলে দাবি করা হয়। আরব বিশ্বের এই গণঅভ্যূত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কদের পতন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে।

আরব বসন্তের গণবিক্ষোভের ফলে তিউনেশিয়ায় ২০১১ এর ১৪ জানুয়ারি স্বৈরাচারী শাসক বেন আলীর পতন ঘটে। ক্ষমতায় আসে ইসলামিক দল ইনাহদাহ। ওই বছরেরই ১১ ফেব্রুয়ারি মিশরের ৩০ বছরের শাসক হোসনি মুবারকের পতন ঘটে।
একই বছরের ২০ অক্টোবর লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি নিহত হন এবং তার ৪২ বছরের শাসনের অবসান হয়।

সর্বশেষ