spot_imgspot_img
spot_imgspot_img

ভুটানকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

spot_img

 

- Advertisement -

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। সফরকারী ভুটানকে উড়িযে দেয় জেমি ডে’র শিষ্যরা। সাফ ফুটবলে উদ্বোধীন দিনের দ্বিতীয় খেলায় ২-০তে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই অতিথিদের চেপে ধরে জামাল ভূইয়ারা। বাংলাদেশের হয়ে গোল করেছেন তপু বর্মণ ও মাহবুবুর রহমান সুফিল।

বাংলাদেশের প্রথম গোলটি এসেছে পেনাল্টি থেকে। প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ, সেই কর্নারের সময়ই নিজেদের রক্ষণের মধ্যে ফরোয়ার্ড সাদ উদ্দিনকে ফাউল করেন ভুটানের এক ডিফেন্ডার। তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

সুবর্ণ এই সুযোগটা নষ্ট করেননি তপু বর্মণ। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে নেন এই ডিফেন্ডার।

তবে ৩৪তম মিনিটের সময় একটি দারুণ সুযোগ পায় বাংলাদেশ। তবে নেপালের গোলরক্ষকের বিচক্ষণতায় বেঁচে যায়। প্রথমার্ধে আর কেউ গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল। ম্যাচের ৪৬ মিনিটে গোল করলেন বাংলাদেশের মাহবুবুর রহমান সুফিল।

এরপর ৫৬ মিনিটে একটি সুযোগ পায় বাংলাদেশ। সেই সুযোগটি হাত ছাঢ়া করেন জামাল ভূইয়া।

বাংলাদেশ একাদশ: শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, আতিকুল ইসলাম ফাহাদ, জামাল ভুইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।

ভুটান একাদশ: শেরিন স্যামডাপ, চুফেল জিগমে, গ্যালে জ্যাংপো, চেনচো, কারমা শেডরুপ, টেনজিন দর্জি, পুনসু জিগমে, কেনচো টবগে, নিমা ওয়াংডি, শেরিং দর্জি ও শেরিন ড্যানডুপ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ