spot_imgspot_img
spot_imgspot_img

ভয় দেখিয়ে ৫৮ লাখ টাকা হাতিয়েছে আগেই

গৃহবধূকে ধর্ষণ, সৌদি পালানোর সময় বিমানবন্দরে আসামিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
spot_img

আপত্তিকর ছবি তোলার পর সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেন কয়েকজন যুবক। পরে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূর কাছ থেকে ৬০ লাখ টাকাও হাতিয়ে নেন।

- Advertisement -

এ ঘটনায় ফেনীর সোনাগাজী থানায় ওই গৃহবধূ মামলা করার পর পুলিশ অভিযুক্তদের একজন হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।

ফেনীর সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা আদায়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজী (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন।

আসামি হারুন মিয়াজী সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী কাছারী পুকুর গ্রামের মিয়াজী বাড়ির রফিকুল ইসলাম মিয়াজীর ছেলে।

জানা যায়, মামলার প্রধান আসামি হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজীকে সৌদি আরবে পালানোর সময় ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী থানার এসআই নিদুল চন্দ্র কপালীর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা গৃহবধূর আপত্তিকর ছবি এবং ভিডিও সংরক্ষিত ১টি মোবাইল ফোন ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, ‘হারুন মিয়াজীকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার ২ নম্বর আসামি জাকির হোসেন শুভকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।’

এর একপর্যায়ে আপত্তিকর ছবি তোলার পর সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হারুন ও তার সহযোগীরা ওই গৃহবধূর কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। সম্প্রতি তারা ওই গৃহবধূকে আরও ১৫ লাখ টাকার জন্য চাপ দিলে গৃহবধূ এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান।

গত ১১ ফেব্রুয়ারি ওই গৃহবধূ হারুনসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সোনাগাজী থানায় মামলা করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ