ঢাকা শহরের প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে : ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা শহরের প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ক্রেতা, দোকানি এবং মালিক সমিতির নেতারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

- Advertisement -

তিনি আরও জানান, গত কয়েক মাসে বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা মোকাবেলা করতে শহরের প্রধান মার্কেটগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। বিশেষত, বড় মার্কেটগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং সন্ত্রাসী তৎপরতা রোধে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে।

ডিবিপ্রধান বলেন, “মার্কেটগুলোতে যেকোনো ধরনের অঘটন, অপরাধ বা বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা পুলিশ সঠিকভাবে কাজ করছে। বাজারে আগত ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রত্যেকটি পয়েন্টে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।”‘

ডিবিপ্রধান বলেন, পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তাসহ ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

অপরাধীচক্র এবং সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন এবং বলেন, “জনগণের সচেতনতা এবং পুলিশের সতর্ক দৃষ্টি দুইয়ে মিলে একটি নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব।”

এই প্রেক্ষাপটে, ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও জনগণের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ডিবিপ্রধান।

সর্বশেষ