চট্টগ্রাম বন্দরে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, যানযট নিরসনও শৃঙ্খলা ফেরাতে সড়ক দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর ট্রাফিক পুলিশ।
আজ বুধবার (২৮মে) সকালে নগরীর পতেঙ্গা ও স্টিলমিল এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ফুটপাত দখল করে গড়ে উঠা হকার ও দোকানপাট সরিয়ে সড়কে চলাচলের উপযোগী এবং অবৈধ অটোরিকশা-এইচপাওয়ার ত্রুটিপূর্ণ যানবাহন আটকের করে ডাম্পিং এ প্রেরণ করা হয়।
জানা যায়,পতেঙ্গার কাটগড় ও স্টিলমিল এলাকায় সড়কের উপর প্রতিনিয়ত ভাসমান বাজার বাসিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যার ফলে প্রতিদিন দীর্ঘ যানযট সৃষ্টি হয় আর ভোগান্তি পোহাতে হয় সড়কে যাতায়াত করা সাধারণ শ্রমজীবী মানুষকে।
নগরীর বন্দর এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সড়কের উপর এসকল ভাসমান অবৈধ দোকান ও হকার সরিয়ে দিতে সকাল থেকে মাঠে নামে বন্দর ট্রাফিক পুলিশ। এসকল অবৈধ দোকান ও হকার সড়ক সরিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। এবং পতেঙ্গা থানা এলাকায় বেশকিছু অবৈধ রেজিষ্ট্রেশন বিহীন এইচপাওয়ার নামক ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করে। এসময় এই অবৈধ গাড়িগুলোকে মামলা ও জব্দ করা হয়।
সড়কে নানা সময় দুর্ঘটনা প্রতিরোধ ও সার্বিক শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বন্দর বিভাগের পক্ষ থেকে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবির আহমেদে নির্দেশে এমন অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
এসময় অভিযানে অংশ নেন ট্রাফিক বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ সালাউদ্দিন, ট্রাফিফ ইন্সপেক্টর বন্দর (এডমিন) মশিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পতেঙ্গা মোহাম্মদ সেলিমসহ অন্যন্য পুলিশ সদস্যরা।




