spot_imgspot_img
spot_imgspot_img

তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে সকাল থেকেই ভিড়, স্লোগানে মুখর

নিজস্ব প্রতিবেদক
spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা–কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ভোরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতা–কর্মীরা হেঁটে হেঁটে গণসংবর্ধনাস্থলে জড়ো হতে থাকেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে আসার কথা রয়েছে তারেক রহমানের। তাঁকে স্বাগত জানাতে সকাল আটটার দিকেই ৩০০ ফিট এলাকায় ভিড় জমে ওঠে। কুড়িল মোড় থেকে শুরু করে গণসংবর্ধনা মঞ্চের আশপাশ পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন রঙের ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে এলাকা। কুড়িল সংলগ্ন অংশে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চে দলের জ্যেষ্ঠ নেতাদের বসার ব্যবস্থা করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতা–কর্মীরা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। গণসংবর্ধনা অনুষ্ঠান দেখতে সুবিধার্থে একাধিক ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে এবং রাস্তার ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে শতাধিক মাইক।

নিরাপত্তা ঘিরে এলাকায় জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির নেতা শোয়াইব আহমেদ সোহেল বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা তাঁদের নেতার অপেক্ষায় ছিলেন। তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র ও মানুষের মুক্তির নতুন পথ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় সূত্র জানায়, জনদুর্ভোগ কমাতে ছুটির দিনেই দেশে ফিরছেন তারেক রহমান। বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর থেকে গণসংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

উল্লেখ্য, ২০০৭ সালে এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ