spot_imgspot_img
spot_imgspot_img

শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪১ হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেট করেছে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২ টা ২০ মিনিটে কুয়েত থেকে ছেড়ে আসা কেইউ ২৮৩ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই ফ্লাইটের মাধ্যমে সিগারেট আসছে। এতে আগে থেকেই তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিণ চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। ২নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে সকল যাত্রী চলে যাওয়ার পর ২টি লাগেজ ব্যাগেজ বেল্ট থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় জব্দ করে শুল্ক গোয়েন্দারা। পরে কাস্টমস হলে রাত ৩টার দিকে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে০২টি লাগেজ খুলে ২০৬ কার্টুনে ৪১২০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করে।
জব্দ সিগারেট ডানহিল এবং ৩০৩ ব্র্যান্ডের। সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ককরসহ জব্দ পণ্যের মূল্য প্রায় বার লক্ষ ছত্রিশ হাজার টাকা। মানবজমিন

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ