‘সুষ্ঠু নির্বাচন না হলে বহু যুগের জন্য গণতন্ত্র নির্বাসনে চলে যাব’

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশ ভয়ংকর বিপদে পড়বে। এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তাঁর মতে, এটি না করতে পারলে বাংলাদেশ থেকে বহু যুগের জন্য গণতন্ত্র নির্বাসনে চলে যাবে।

নিরপেক্ষ নির্বাচন ও ঐক্যের দাবি আদায়ের ব্যাপারে বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দাবি আদায় করতেই হবে। এটি না করা গেলে দেশের জন্য ভয়ংকর বিপদ সামনে। আমরা আল্লাহ এবং এ দেশের জনগণের ওপর নির্ভর করে মাঠে নামতে চাই। আপাতত হতাশ হতে চাই না।

বি চৌধুরী বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। বিকল্প কোনো শক্তিরও উত্থান হতে পারে। জনগণের ব্যাপক উত্থান, এমনকি একপর্যায়ে গণ-অভ্যুত্থানও হতে পারে।

সর্বশেষ