spot_imgspot_img
spot_imgspot_img

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নছিমনের ৩ যাত্রী নিহত, আহত ৮

spot_img

 

- Advertisement -

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নছিমনের তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন। আজ শুক্রবার দুপুরে রাজবাড়ী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় যাওয়ার পথে ১২৩নং আপ ট্রেনটি বালিয়াকান্দির নলিয়া জামালপুর স্টেশনের অদূরে শুলাকুড়া নামক স্থানে অবৈধ রেলক্রসিংয়ে উঠে যাওয়া একটি নছিমন গাড়িকে ধাক্কা দেয়।

এতে ট্রেনের নিচে পড়ে নছিমনের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো আটজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ইমরান, শাকিল ও সরোয়ার। এদের মধ্যে শাকিলের বাড়ি তুলসী বরাট ও অন্য দুইজনের বাড়ি বাঘুটিয়া গ্রামে।

নিহত ও আহতরা সকলেই বালিয়াকান্দি রাজ্জাক জুটমিলের শ্রমিক। দুপুরে মিলের কাজ শেষে নছিমনযোগে তুলসী বরাট এলাকায় নিজ নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। পরে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ লাশ তিনটি উদ্ধার করে একটি মামলা দায়ের করেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ