চট্টগ্রামে ৩৫ হাজার ইয়াবাসহ ২জন আটক

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে মালাবাহী ট্রাক থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় ট্রাকটি জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শুক্রবার (১৯ অক্টোবর) ভোরে র‌্যাব এ অভিযান চালায়। আটক দুইজন হলেন- আমিনুল ইসলাম (২২) ও মাসফুহুর ইসলাম স্বপন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বলেন,ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল শাহ আমানত সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে একটি লবণবোঝাই ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-২২-১১৫১) আটক করেন। তাদের দেখানো মতে ট্রাকে তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ