বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে পাঠানোর অনুমতি চেয়েছে কারা অধিদপ্তর। ২৬ এপ্রিল এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী কারা চিকিৎসক ও সিভিল সার্জনের সুপারিশে কারা অধিদপ্তর চিঠিটি পাঠায়। কারা সূত্র বিষয়টি নিশ্চিত করলেও দায়িত্বশীল কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
খালেদা জিয়াকে গুরুতর অসুস্থ দাবি করে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। ২২ এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেও এ দাবি পুনর্ব্যক্ত করে। সর্বশেষ গত শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসেও এ-সংক্রান্ত দাবি তোলেন।
কারা সূত্র জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো। তিনি স্বাভাবিক আছেন। এর মধ্যে ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এ ছাড়া কারাগারে তার পাশের কক্ষেই একজন চিকিৎসক ও নার্স সার্বক্ষণিক থাকেন। তার পরও তার ইচ্ছা অনুযায়ী তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো জবাব এখনও পাওয়া যায়নি।
দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পর পরই তাকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই তাকে রাখা হয়েছে। সেখানে থাকার কারণে খালেদা জিয়া আরও অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি বিএনপির।