- Advertisement -
চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় রবিউল ইসলাম লেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ভাটিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ভাটিয়ারি এলাকায় রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় লেদুকে ধাক্কা দিয়ে চলে যায় দ্রুতগামী একটি পিকআপ। স্থানীয়রা রাত পৌনে ৩টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লেদুকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, মাজার জিয়ারতের জন্য তিনি বাসা থেকে বের হয়েছিলেন।