- Advertisement -
শ্রীনগর উপজেলার ষোলগড়ে মানষিক প্রতিবন্ধি ছেলে জায়েদ বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বাবা সায়েদ আলীকে। এই ঘটনায় জায়েদকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউনুচ আলী জানান, সোমবার সকালে বাড়ির আঙ্গিনায় বসে সায়েদ আলী দাঁত মাঝতে নিলে, পিছন থেকে বটি দিয়ে বাবার ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে কুপায়। ঘটনা স্থলেই সায়েদ আলী মারা যায়।
ওসি ইউনুচ বলেন, জায়েদ প্রায় সময়ই মানষিক ভ্রারসাম্য হারিয়ে পাগলের আচরণ করেন। লাশ ময়না তদন্তের জন্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। আর এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু হবে বলেও জানান ওসি।