ডেঙ্গুর বিস্তৃতি : ২ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদের হাইকোর্টে তলব

 

- Advertisement -

ডেঙ্গু নির্মূলে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবার তলব করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৪ জুলাই মশা নিধনে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছিলেন এই বেঞ্চ। ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নেয়া পদক্ষেপ আদালতকে জানাতেও বলা হয়েছিল।

সে বিষয়ে শুনানির পর আজ দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করা হলো।আজ দুই সিটি পক্ষে প্রতিবেদন তুলে ধরেন সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

তবে প্রতিবেদনে সন্তুষ্ট হননি আদালত।আদালত বলেন, ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থা নেয়া হয়েছে তা যথেষ্ট নয়। তা যথোপযুক্ত হলে ডেঙ্গু নতুন করে ছড়াতো না।

সর্বশেষ