চট্টগ্রামে র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, নিহত দুজন মাদকের ব্যবসা করতেন।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর সদরঘাট এলাকার বরিশাল কলোনিতে গোলাগুলির লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব। তবে জানিয়েছে, এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, নগরীর বরিশাল কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে র্যাবের একটি দলের উপস্থিতি দেখে তাদের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। এ সময় র্যাব ও মাদক ব্যবসায়ীর মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত একজন মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে মোটা হাবিব। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত হাবিবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদকের ১২টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ হাজারের বেশি ইয়াবা, দেশি-বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল ও তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।