শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ১জন আটক

 

- Advertisement -

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ চেম্বার তৈরী করে ইয়াবাগুলো বহন করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালায় নগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় তেলের ট্যাংকে লুকিয়ে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়। মোটরসাইকেল আরোহী নূর হেলালকে (২৫) পুলিশ আটক করে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, মোটরসাইকেলের তেলের ট্যাংকটিকে দুই ভাগ করা হয়েছে। একভাগে তেল, আরেক ভাগে ইয়াবার চেম্বার। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে সরাসরি মোটরসাইকেল চালিয়ে নূর হেলাল চট্টগ্রাম নগরীতে আসছিলেন।

নগরীর চকবাজারে এক মাদক বিক্রেতার কাছে ইয়াবাগুলো দেওয়ার কথা ছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

গ্রেফতারকৃত নূর হেলাল টেকনাফ উপজেলার ইলিয়াস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দিন।

সর্বশেষ