হায়দরাবাদকে ২ উইকেটে চেন্নাই ফাইনালে

 

- Advertisement -

রুদ্ধশাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে একাদশ আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই সুপার কিংস। ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থেকে চেন্নাইয়ের জয়ের নায়ক ফাফ ডু’প্লেসি। মঙ্গলবার শেষ ওভারে জয়ের জন্য সিএসকে’র দরকার ছিল ছয় রান। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচে যবনিকা টানেন ডু’প্লেসি। তার ইনিংসে রয়েছে পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কা। তাকে যোগ্য সঙ্গত দেন শার্দুল ঠাকুর। ৫ বলে ১৫ রান করেন চেন্নাইয়ের পেসারটি।

এদিন হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে সাকিবদের হায়দরাবাদের সামনে। আগামী ২৫ মে ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে কেন উইলিয়ামসনরা খেলবেন কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে।

প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে ১৩৯ রান তোলার পর অনেকেই ভেবেছিলেন, সহজেই জয়ের কড়ি জোগাড় করে নেবে চেন্নাই সুপার কিংস। কিন্তু ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। স্বল্প পুঁজি নিয়েও সানরাইজার্সের বোলাররা অনবদ্য লড়াই করে। যদিও সিদ্ধার্থ কল, রশিদ খানদের যাবতীয় লড়াইয়ে পানি ঢেলে দেন ডু’প্লেসি। পাঁচ বল বাকি থাকতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় চেন্নাই।

চেন্নাইকে ১২৩ রানেই অল-আউট করে জয়ের কড়ি জোগাড় করে নেয়।
হায়দরাবাদকে প্রথম ওভারেই সাফল্য এনে দেন ভুবনেশ্বর কুমার। তার বলে আউট হন শেন ওয়াটসন (০)। তবে চেন্নাইয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন সিদ্ধার্থ কল। চতুর্থ ওভারে তৃতীয় ও চতুর্থ বলে তিনি তুলে নেন সুরেশ রায়না (২২) ও অম্বাতি রায়াডুকে (০)। আফগান স্পিনার রশিদ খানের বলে ধোনি (৯) বোল্ড হতেই ম্যাচের রাশ চলে যায় হায়দরাবাদের হাতে। ব্যর্থ ডোয়েন ব্র্যাভো (৭) এবং রবীন্দ্র জাদেজাও (৩)। মাত্র ৬২ রানেই ৬ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের। সপ্তম উইকেটে দীপক চাহারকে সঙ্গে নিয়ে ফাফ ডু’প্লেসি ৩০ রান যোগ করেন। চাহার ১০ রানে আউট হলেও ডু’প্লেসি লড়াই জারি রাখেন।

দীপক চাহারের দুরন্ত ডেলিভারিতে সানরাইজার্সের তারকা ওপেনার শিখর ধাওয়ান (০) আউট হন। শ্রীবৎস গোস্বামী মাত্র ১২ রান করে লুঙ্গি এনগিডির হাতে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে শার্দুল ঠাকুর চেন্নাইকে বড় সাফল্য এনে দেন। তাঁর বলে উইলিয়ামসন ২৪ রানে ধোনির হাতে ধরা পড়েন। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। মিডল অর্ডারে দলকে ভরসা জোগাতে ব্যর্থ মণীশ পাণ্ডে, সাকিব-আল-হাসান (১২)। ইউসুফ পাঠান ২৪ রান করেন। সপ্তম উইকেটে কার্লোস ব্রেথওয়েট ৫১ রানের জুটি গড়ে তোলেন ভুবনেশ্বর কুমারের সঙ্গে। ব্রেথওয়েট ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে রয়েছে একটি চার ও চারটি ছক্কা। ভুবনেশ্বর ৭ রান করেন।

সর্বশেষ