spot_imgspot_img
spot_imgspot_img

ক্রিমিয়ায় আরও হামলা

spot_img

রাশিয়ার সেনাবাহিনী মঙ্গলবার জানায়, তাদের দখলকৃত ক্রিমিয়ার ধানকোইয়ের মাইসকোয়ে শহরে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

- Advertisement -

প্রথমে জানানো হয় আগুন লেগে অস্ত্রের গুদামে বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় নাশকতার কারণে এটি হয়েছে। এর ঠিক পর পরই ক্রিমিয়ার আরও দুটি অঞ্চলে হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ক্রিমিয়ায় অস্থিতিশীলতা বেড়ে যাচ্ছে। মঙ্গলবার প্রথমে ধানকোইয়ের অস্ত্রের গুদামে হামলার ঘটনা ঘটে। যার কারণে একটি রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয় এবং ক্রিমিয়ায় রেল ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এই হামলায় দুইজন আহত হন।

এরপর দ্বিতীয় হামলার খবর পাওয়া যায় সিমোফেরোপোলে। তৃতীয় হামলার খবর পাওয়া যায় গাভারদেসকোয়ের একটি সামরিক বিমান ঘাঁটিতে।

বিমান ঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে থাকে। ধারণা করা হচ্ছে সেখানে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এদিকে ক্রিমিয়ায় এসব হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে আকারে ইঙ্গিতে বুঝিয়েছে, এসব হামলার পেছনে তারাই রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ