শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

 

- Advertisement -

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ফরিদ আহমেদ (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরিদের বাড়ি পটিয়া থানা এলাকায়। তিনি স্থানীয় জাকির আহমেদের ছেলে।

জানা যায়, পটিয়া থানার একটি মামলায় গ্রেফতার ফরিদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হলে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

সর্বশেষ