আফসানা মিমি : চট্টগ্রামে একটি চেক প্রতারণা মামলায় এক ব্যক্তির দেড় বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। একই সাথে ওই ব্যক্তিকে এক কোটি ৪ লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের ১ম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হারুন অর রশিদ এর আদালত এ রায় দেন। দন্ডিত ওই ব্যক্তি হলেন চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আলকরণ এলাকার রনজিত কুমার শীল এর পুত্র টিটু কুমার শীল (৪৫)।
আদালত ষূত্রে জানা গেছে, দন্ডিত টিটু কুমার শীল চান্দগাঁও থানাধীন আব্দুল হামিদের পাওনা টাকা পরিশোধের জন্য মামলার বাদীকে তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জেবিএল এন্টারপ্রাইজ নামে হিসাবের বিপরীতে যথাক্রমে ১কোটি ৪লক্ষ টাকার ২টি চেক প্রদান করেন। আসামীর প্রদত্ত চেক তার কথামত বাদীর নামের ব্যাংক হিসাবে উপস্থাপন করলে চেক ২টি ডিজঅনার হয়ে ফেরত আসে। মামলার বাদী এই আসামীর বিরুদ্ধে ২০১৬ সালের ১ নভেম্বর এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ২টি মামলা দায়ের করেন। পরবতীতে মামলা বিচার নিষ্পত্তির জন্য ১ম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হারুন অর রশিদ এর আদালতে বদলি হয়। আদালত এন.আইএ্যাক্ট এর ১৩৮ ধারার অপরাধে আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন। চার্জ গঠনের পর বাদীর সাক্ষীর জেরা জবানবন্দি গ্রহণ ও যুক্তি তর্ক উপস্থাপন শেষে এ ২টি মামলায় আসামীর বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে ২মামলায় যথাক্রমে এক বছর ও ৬মাস করে মোট দেড় বছরের কারাদন্ড এবং ২টি চেকের সমপরিমাণ এক কোটি ৪ লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবি এড. এ.এম জিয়া হাবীব আহসান বলেন, আসামী জামিনে গিয়ে পলাতক থাকায় গ্রেফতার হওয়ার দিন থেকে সাজা কার্যকর হবে ।