সাইফুল ইসলাম: চট্টগ্রামের ব্যাংকার পুত্রের বিরুদ্ধে পিতা-মাতার ভরণ পোষণ আইনে একটি মামলা হয়েছে। মামলার আসামী হলেন এবি ব্যাংক খুলশী শাখার (রিকভারী শাখার) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ্জাহান (৫২)। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান-এর আদালত মোহাম্মদ শাহ্জাহান এর পিতা মোহাম্মদ আবু তাহের (৭৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন । আদালত মামলাটি আমালে নিয়ে আসামীকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ।
মামলার নথি সূত্রে জানা গেছে, মহানগরীর চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া ডি.সি রোড আইয়ূব আলী সওদাগরের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবু তাহের-এর ঔরশজাত এক পুত্র মোঃ শাহজাহান ও এক কন্যা সন্তান রয়েছে। উভয়ে বিবাহিত । পুত্র দীর্ঘদিন তার মাতা-পিতাকে ভরণপোষণ না দিয়ে বিলাস বহুল জীবন যাপন করে আসছেন। বৃদ্ধ পিতা কনের সহায়তায় বহুকষ্টে ধার কর্জে স্বস্ত্রীক ভরণ পোষণ নির্বাহ করে আসছে । বাদী এবং তার স্ত্রী লাইলা বেগম (৬৮) পুত্রের নিকট হতে আপোষে ভরণপোষণ আদায়ে ব্যর্থ হয়ে মামলাটি দায়ের করেন।