spot_imgspot_img
spot_imgspot_img

এক গাড়ীচালকে পুলিশের নির্যাতন, ছবি তুলতে গিয়ে মারধরের শিকার এক ছাত্রের। (ভিডিও সহ)

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : এক অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মারধর করে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের নির্যাতনের চিত্র ধারণ করায় রাজধানীতে এক শিক্ষার্থীকে মারধর করে আটকে রাখার অভিযোগ উঠেছে।ভিডিও ফুটেজেও তার প্রমান পাওয়া গেছে। পথচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ট্রাফিক পুলিশের কয়েকজন পান্থপথ পুলিশ বক্সে এক ড্রাইভারকে মারধর করেন। এই দৃশ্য মুঠোফোনে তুলতে গেলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী রেজাউল করিমের ফোন ছিনিয়ে নেয় পুলিশ। মারধর করে নিয়ে যাওয়া হয় কলাবাগান থানায়। ট্রাফিক পুলিশের এসি আকরামের নেতৃত্বে ঘটে এমন ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায়, রেজা নামে সে ছাত্রকে এসি আকরাস নিজেই মারছেন। এমনকি দেখে নেয়ার হুমকি দেন। প্রায় তিন ঘন্টা পর রাত ১২টার দিকে সাংবাদিক ও জনতার চাপে মুচলেকার বিনিময়ে রেজাউল করিমকে ছেড়ে দেয় পুলিশ। এ সময় এসি আকবার নিজের ভুল স্বীকার করেন। নিউজ না করতে বারবার অনুরোধ করেন। ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার মুরাদের হস্তক্ষেপে এসি আকরাম থানায় যেতে বাধ্য হন। নিজের ভুল স্বীকার করেন।

https://www.facebook.com/priyosangbad/

 

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ