চট্টগ্রামে বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার আনসার সদস্যসহ গ্রেফতার-১১

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার মহানগরের বাকলিয়া, কোতোয়ালী ও জেলার সীতাকুন্ড থানাধীন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিদেশী মদ,১৫ হাজার পিসের উপরে ইয়াবা। এসব মাদক উদ্ধারকালে পৃথকভাবে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মদ্যে তিনজন আনসার সদস্য রয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকা থেকে প্রাইভেট কার তল­াশি করে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে টেরিবাজারের হোটেল আল ইমামের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৬ বোতল ‘অ্যাবসলিউট ভদকা’ নামের বিদেশি মদসহ মো. উজ্জ্বলকে (২৭) গ্রেফতার করা হয়। চরজব্বর থানার (সুবর্ণচর) হাজির হাট এলাকার মো. শাহিনের ছেলে মো. উজ্জ্বল বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর আলমগীর সড়কের ৩ নম্বর গলির খালেক জমিদারের ভাড়াটিয়া।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। উজ্জ্বল মদের বিপরীতে বৈধ কাগজপত্র বা আমদানির প্রমাণপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তিনি বিদেশি মদগুলো চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে ।
জেলা পুলিশ জানায়, সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি বাসস্টেশন এলাকা থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ আজিজুর রহমান, মো. নুরুল ইসলাম ও মো. জসিম উদ্দিন নামে তিন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদের গ্রেফতার করা হয়েছে। তারা অঙ্গীভূত আনসার সদস্য। দুইজন আপাতত কোথাও চাকরি করেন না। একজন একটি ব্যাংকের শাখায় দায়িত্ব পালন করেন।গতকাল মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বলেন, গ্রেফতারকৃত তিনজনই কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। কক্সবাজার থেকে সীতাকুন্ডে পৌঁছে তারা নেমে যান। ভাটিয়ারি বাসস্টেশন থেকে অন্য বাসে চড়ে ঢাকা যাওয়ার কথা ছিলো তাদের। এসময় তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, মহানগরীর বাকলিয়া থানাধীন দক্ষিন বাকলিয়া তক্তার পুলস্থ জসিমের কলোনীর ভিতরে ইউসুফের ঘরের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। গত সোমবার রাতে এএসপি কাজী মোঃ তারিক আজিজ এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোছাঃ খোরশিদা বেগম (২০), মোঃ কালাম (৩২), মোঃ নোমান মিয়া (৪০), মোঃ মামুন (৩০), মোঃ আমির হোসেন (৩৫), মোঃ বাবুল (৪২) ও রঞ্জিত সেন (৬০) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্ল¬াশী করে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ০৮ হাজার টাকা বলে র‌্যাব জানায়।

সর্বশেষ