চট্টগ্রাম চান্দগাঁও থানা এলাকায় এএসআই/অসিত নাথ সঙ্গীয় ফোর্সসহ চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোষ্ট ডিউটি চলাকালে আজ মঙ্গলবার ৭:৪৫ মিনিটের সময় সিএনজি তল্লাশী চালাতে গেলে সিএনজিতে থাকা দুইজন লোক ক্ষীপ্ত হয়ে পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এবং অশালীন ভাষায় গালমন্দ করতে থাকে। উক্ত ঘটনায় চান্দগাও থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার আসামী ১। মোঃ মোরশেদ (৩১), পটিয়া চরখানা এলাকার মনছুর আহাম্মেদের ছেলে জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কুঞ্জছায়া আবাসিক বায়েজিদ থানা এলাকায় থাকে।, অন্য আসামী ২। মোঃ করিম (৩৮), ডলি পাড়া, জব্বার সওদাগরের বাড়ী, থানা-বোয়ালখালী শামসুল আলমের ছেলে,গ্রেফতারকৃত আসামী পুলিশের সরকারী কাজে বাধা প্রদান করে। পুলিশের উপর অতর্কিত হামলা করে সাধারণ ও গুরুত্বর জখম করা হয়। উক্ত ঘটনায় আসামীদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি প্রিয় সংবাদকে জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জখম প্রাপ্ত পুলিশ সদস্যঃ এসআই/মোঃ হাবিবুর রহমান, এএসআই/অসিত নাথ, কং/৪৯৮৯ আব্দুস সাত্তার, কং/৬১০১ মোঃ আমিরুল ইসলাম, কং/৬৪৯৬ ফরিদ শেখ।