জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ঈদের পর শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্ট পাবেন তারা।
রোববার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। জুলাই-আগস্টে গণহত্যা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম তদন্ত সম্পন্ন হলো।তাজুল ইসলাম বলেন, যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।
ঈদের পরপর আরও তিন-চারটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্ট থাকবে।
দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব কিনা- এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। কিন্তু সেটির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন।’ আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে আছে বলে জানান তিনি।