spot_imgspot_img
spot_imgspot_img

উড়োজাহাজ দুর্ঘটনায় নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক
spot_img

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

- Advertisement -

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তায় অধ্যাপক ইউনুস বলেন, আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা হতাহতদের এবং তাঁদের পরিবার-পরিজনের পাশে রয়েছি। ভারত সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি জানাচ্ছি এবং প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা প্রদানে আমরা প্রস্তুত।

বার্তার শেষাংশে অধ্যাপক ইউনুস প্রধানমন্ত্রী মোদীর প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই মিনিট পরই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে। বিমানটি সোজা বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনের ওপর আছড়ে পড়ে। এতে অন্তত ৩০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। দুর্ঘটনায় বহু এমবিবিএস ছাত্রের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গভীর শোক প্রকাশ করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ