বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
spot_img

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সোমবার,২এপ্রিল,২০১৮

প্রিয় সংবাদ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়। নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগেই নিজ নিজ আসনে বসতে হয়েছে। পরীক্ষার প্রথমদিন এইচএসসিতে বাংলা প্রথমপত্র, মাদ্রাসায় আলিমে কুরআন মাজিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হচ্ছে। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন এইচএসসি পরীক্ষার্থী।
মাদ্রাসার আলিমে ১ লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের এইচএসসি বিএমে ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন। এবারের পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো ডাবল প্যাকেটে প্রশ্ন পাঠানো হয়েছে। এর মধ্যে ওপরের প্যাকেটে বিশেষ সিকিউরিটি টেপ এবং ভেতরেরটিতে আগের মতোই সিলগালা লাগানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত অপরাধ দমনে পাঠানো হয়েছে নয় দফা নির্দেশনা। কিন্তু গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের কিছু নমুনা ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠায় আছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

সর্বশেষ