শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

খা‌লেদার মুক্তির দা‌বি‌তে ফখরুল-আব্বাসের নেতৃ‌ত্বে বি‌ক্ষোভ মি‌ছিল

 

- Advertisement -

চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দা‌বি‌তে রাজধানীতে দ‌লের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌র ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃ‌ত্বে বিক্ষোভ মি‌ছিল হয়েছে।

র‌বিবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাড্ডায় হো‌সেন মা‌র্কে‌টের সাম‌নে থে‌কে শুরু হ‌য়ে মধ্য বাড্ডা গি‌য়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেন, ‘বিএন‌পি চেয়ারপারসন‌ দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়াকে রাজ‌নৈ‌তিক প্র‌তি‌হিংসায় কারাদণ্ড দেয়া হ‌য়ে‌ছে। তি‌নি গুরুতর অসুস্থ্য, তা‌কে সু‌চি‌কিৎসা দেয়া হচ্ছে না। আমরা দেশ‌নেত্রীর মু‌ক্তি দি‌য়ে ইউনাই‌টেড হাসপাতা‌লে চি‌কিৎসা করার সু‌যোগ দেয়ার দা‌বি কর‌ছি।’

বিক্ষোভ মি‌ছি‌লে ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভপতি মু‌ন্সি বজলুল বা‌সিদ আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পার‌ভেজ মিষ্টি, সাংগঠ‌নিক সম্পাদক আ‌য়োরুজ্জামান আ‌নোয়ার, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উ‌দ্দিন টুকু, স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জু‌য়েল, জাসা‌সের সাধারণ সম্পাদক হেলাল খান, ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টনসহ ক‌য়েক হাজা‌র নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

এসময় নেতাকর্মীরা ‘খা‌লেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছা‌ড়ি নাই’, ‘খা‌লেদা জিয়া ব‌ন্দি কেন, খুনি হা‌সিনা জবাব দে,’ ‘আমার নেত্রী আমার মা, ব‌ন্দি থাক‌তে দি‌বো না,’ ইত্যাদি শ্লোগান দি‌তে থাকে নেতাকর্মীরা।

সর্বশেষ