চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা আজ

তৌহিদুর রহমান : চলতি অর্থ বছরের (২০১৮-২০১৯) বাজেট ঘোষণা করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন । আজ সোমবার দুপুর ১২টায় নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মেয়রের এ বাজেট ঘোষণা করার কথা রয়েছে। এটি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের চতুর্থ বাজেট। এদিনই গত অর্থবছরের (২০১৭-২০১৮) সংশোধিত বাজেটও পেশ করা হবে। গত অর্থ বছরের মত এবারের বাজেটেও গুরুত্ব পাচ্ছে জলাবদ্ধতা এবং বাজেটের আকার বেড়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি আরও বলেন, নগরীতে জলাবদ্ধতা নিয়ে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডেরও একটি নতুন প্রকল্প আসছে। নগরীতে আগে থেকে ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে করা ছিল না। অনেক জায়গায় ড্রেন নাই বললেই চলে। আবার প্রতিনিয়ত শহরে নতুন আবাসিক হচ্ছে। সেখানেও করতে হবে নতুন ড্রেনেজ সিস্টেম। সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সবগুলো কাজ শেষ হলে নগরবাসী জলাবদ্ধতা নিয়ে একটি সুন্দর সমাধান পাবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে আমাদের নতুন অনেকগুলো উন্নয়ন প্রকল্প যুক্ত হচ্ছে। ফলে পঞ্চবার্ষিকী গৃহকর পুনঃমূল্যায়ন স্থগিত হওয়ায় বাজেটের আকার কমার থাকলেও বাস্তবে আকার বাড়ছে।
আজ সোমবার বাজেট ঘোষণা নিয়ে গতকাল রোববার সিটি মেয়র বলেন, বাজেট প্রায় তৈরি হয়ে গেছে। তবে বড় কোনো পরিবর্তন না আসলে বাজেট ঘোষণার তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।
চট্টগ্রাম শহরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত মেয়র আ জ ম নাছিরের দায়িত্বকালের গত তিনবারের বাজেটের মতো চতুর্থ বাজেট নিয়েও নগরবাসীর আগ্রহ থাকছে। নির্বাচনী ইশতেহারে তিনি যে ৩৬ দফার উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছিলেন; তা বাস্তবায়নে চতুর্থ বাজেটে বিশেষ কোনো বরাদ্দ রাখা হবে কি-না তা জানা যাবে ঘোষণার পর। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিধায় জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য বাজেটে কোনো বরাদ্দ থাকে কি-না তা নিয়েও আগ্রহ রয়েছে নগরবাসীর।

সর্বশেষ