- Advertisement -
চট্টগ্রাম হাজী সরকারি মহসীন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে তিনজন আহতের কথা জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান নিয়ে আ জ ম নাছির গ্রুপ ও বিএনসি সমর্থিত টিনু গ্রুপের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলেজ ছাত্রলীগের একজন নেতা।
এ ব্যাপারে সিএমপির চকবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, কলেজ ক্যাম্পাসে ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।ওসি আরো জানান, উত্তেজনা দেখা দিলে ছাত্রলীগ নেতা-কর্মীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করা হয়।