spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হচ্ছে

spot_img

 

- Advertisement -

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হচ্ছে। কারাগার সূত্র জানায়, আজ দুপুর ১২টার পর বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হবে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন বিএসএমএমইউতে খালেদা জিয়াকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হচ্ছে।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিলো অসুস্থ্য খালেদা জিয়াকে আজ বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, আমরা শুনছি, আজকে ম্যাডামকে হাসপাতালে আনা হবে। হাসপাতালে ৬ তলার কেবিনে রাখার কথা বলা হয়েছে।

বিএনপির সহ স্থাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘ এক বছরের বেশী সময় ধরে বিনা চিকিৎসায় অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। ৭৩ বয়সী নেত্রী দেশের একজন সম্মানিত সিনিয়র সিটিজেন।

তিনি বলেন, বর্তমানে দেশনেত্রী বহু জটিল রোগে আক্রান্ত। তার বাম হাত, বাম পায়ের ব্যাথা গুরুতর।
ব্যথা প্রশমনের জন্য প্রয়োজন নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং আধুনিক ফিজিওথেরাপি। বর্তমানে তার মুভমেন্ট অনেকটাই নিয়ন্ত্রিত।

তিনি আরও বলেন, গত বছরের ৮ই নভেম্বর বিশেষজ্ঞ চিকিৎসকগন তাকে হাসপাতালে শেষ চিকিৎসা প্রদান করেন। দীর্ঘ সাড়ে তিন মাসে তার কোন ফলোআপ হয়নি। এমনকি জেলে চিকিৎসকরা তাকে নিয়মিত দেখতে যেতেন না।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ