বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ মানুষের পেটে ছুরি মারতে সরকার আবারও গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। শুধু লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য শতকরা ১০৩ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা মনুষ্যত্বহীন পদক্ষেপ। গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।রিজভী বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে মাশুল দিতে হবে সাধারণ মানুষকে। এর ফলে কলকারাখানার বিকাশ বাধাগ্রস্ত হবে, বেকারত্ব বাড়বে। পরিবহন ব্যবসায়ী বাড়াবে ভাড়া। সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়।’
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন উল্লেখ করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভয়ংকর প্রতিহিংসা আর জেদের কারণে উপযুক্ত সুচিকিৎসার অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে খালেদা জিয়ার জীবন। বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী স্টেট ডিপার্টমেন্টের বাৎসরিক মানবাধিকার বিষয়ক রিপোর্টে বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সরকার দুর্নীতির শক্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। শুধু রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।’
রিজভী বলেন, ‘সব সাংবিধানিক ক্ষমতা কুক্ষিগত করে শেখ হাসিনা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় সম্পূর্ণ নির্দোষ খালেদা জিয়াকে ২০০ বছরের প্রাচীন ও জীর্ন কারাগারে বন্দি করে রেখেছেন। তার জামিন নিয়ে টালবাহানা করছে। তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার ওপর সরকারের অসহিষ্ণুতা প্রতিদিনই প্রবল হয়ে উঠছে। আমি সরকার প্রধানের উদ্দেশে বলতে চাই, ইতিহাস বড়ই নির্মম। বন্দুকের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, রাতের আঁধারে ব্যালট পেপারে সিল মেরে ক্ষমতা কুক্ষিগত করার হিসাব একদিন জনগণের কাছে দিতেই হবে। এখনও সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন। তাকে তার পছন্দ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ দিন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুজ্জোহা খান, মোস্তাক মিয়া প্রমুখ।