spot_imgspot_img
spot_imgspot_img

জাতীয় দল থেকে হিগুয়েনের অবসর

spot_img

 

- Advertisement -

আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গঞ্জালো হিগুয়েন। আর্জেন্টিনার জার্সিতে ২০১৮ সালে সর্বশেষ খেলেছিলেন হিগুয়েন। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে সহজ গোলের সুযোগ নষ্ট করায় জামার্নি বিপক্ষে হারের জন্য দায়ী করা হয় তাকে। এর পর জাতীয় দল থেকে উপেক্ষিত তাকে ইংলিশ ক্লাব চেলসির স্ট্রাইকার হিগুয়েন। বৃহস্পতিবার রাতে অভিমান নিয়েই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘আর্জেন্টিনার হয়ে আমার সময় শেষ। অনেক ভেবে দেখলাম আমার সময় শেষ। অনেকেই খুশি হবে, এখন আমি বাইর থেকে দেখবো। আমি স্কালনিকে (আজেন্টাইন কোচ) আমি আমার কথা জানিয়েছি।’
আর্জেন্টিনার জার্সিতে ২০০৯ সালে অভিষেক হয় হিগুয়েনের।
তার পর থেকে এখন পর্যন্ত মোট ৭৫ ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ২০১০ স্পেন, ২০১৪ ব্রাজিল এবং সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলেছেন হিগুয়েনে। আর্জেন্টাইন ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ ৩১ গোল করেছেন তিনি। ক্যারিয়ারের ‘পড়ন্ত বিকালে’ হিগুয়েন বলেন, ‘আমি আমার পরিবারকে আরো সময় দিতে চাই। আমার মেয়ের সঙ্গে ভালো সময় কাটাতে চাই। এছাড়া আমার মনে হয় দেশকে যা দেয়ার সব কিছু দিয়ে ফেলেছি। এখন আমি চেলসির কাছে দায়বদ্ধ।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ