ঘুর্ণিঝড় ফণী মোকাবেলায় সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী

 

- Advertisement -

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বসে ঘুর্ণিঝড় ফণী মোকাবেলায় সার্বক্ষণিক কোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কয়েকটি বৈঠক করে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির নির্দেশনা দিয়ে গেছেন। একই সঙ্গে তিনি লন্ডনে বসেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আঘাত হানার পর আক্রান্ত এলাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় ঝাপিয়ে পড়ার জন্যও নির্দেশনা দিয়েছেন।

এদিকে আরেক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পরশু দিন লন্ডনের উদ্দেশে যাওয়ার আগে আমাদের দলকে যাবতীয় নির্দেশনা দিয়ে গেছেন। এছাড়াও তিনি দুর্যোগ মোকাবেলায় সরকারি সকল সংস্থাকেও নির্দেশনা দিয়ে গেছেন। তিনি আমাদেরকে ঘুর্ণিঝড় ফণী আঘাত করার পর আক্রান্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর নির্দেশনা দিয়েছেন। নেত্রী লন্ডন থেকেও সার্বিক বিষয়ে সব সময় খোঁজ খবর রাখছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ান। এটা আমাদের দলীয় নীতি। এবারও এর ব্যতয় হবে না।

তিনি বলেন, ইতোমধ্যে উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলোর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটিরর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদেও নেতারা আমাদের ইতোমধ্যে জানিয়েছেন তারা দুর্যোগ পরবর্তী যেকোন অবস্থা মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন।

সর্বশেষ