কেরানীগঞ্জে আলাদা একতলা একটি ভবনে রাখা হবে খালেদা জিয়াকে

 

- Advertisement -

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আলাদা একতলা একটি ভবন তৈরি করা হয়েছে। সেখানেই রাখা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এটাস্ট বাথরুমসহ কক্ষটিতে একটি খাট, ছোট একটি লকার, একটি চেয়ার ও টেবিল থাকবে। তবে ওই কক্ষে কোন জানালা নেই। দরজা অন্য কারাগারের দরজার মতই মোটা গ্রীলের তৈরি। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।

কেরানীগঞ্জ কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, খালেদা জিয়া ডিভিশনপ্রাপ্ত আসামি। কারাবিধি অনুযায়ী ডিভিশনপ্রাপ্ত বন্দিদের মতই সুযোগ সুবিধা পাবেন। তিনি বলেন, নারী বন্দিদের জন্য চারতলা বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় তাদের এ নতুন ভবন বুঝিয়ে দিলে নারী বন্দিদের রাখা শুরু হবে।

এদিকে নিরাপত্তার স্বার্থে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের অস্থায়ী আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম গত মঙ্গলবার শুরু হয়েছে। সেখানেই বিচারকাজ চলবে।

২০১৬ সালের ২৯ জুলাই নাজিমউদ্দির রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকল পুরুষ বন্দিকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। আর নারী বন্দিদের নেয়া হয় কাশিমপুর কারাগারে। বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ) থেকে চিকিৎসক ছাড়পত্র দিলে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে। কেরানীগঞ্জ কারাগারে খালেদা জিয়াই হতে পারেন প্রথম নারী বন্দি।

প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দন্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে ছিলেন খালেদা জিয়া। গতমাসে তিনি অসুস্থ্য হয়ে পড়লে বিএসএমএমই হাসপাতালে আনা হয়। এখনো সেখানেই আছেন তিনি।

সর্বশেষ