নগরীর বিভিন্ন এলাকায় লাইনের পানি বন্ধ রেখে গাড়িতে পানি বিক্রি করছে ওয়াসা!

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম নগরীর ঈদগাহ, ঝর্ণাপাড়া, বরফকলসহ আশপাশের এলাকায় পানি সংকট দীর্ঘদিনের। প্রয়োজনের তুলনায় নগণ্য হলেও রমজানের আগে পানি আসতো লাইনে। কিন্তু ১৫ মে থকে ওয়াসার লাইনে পানিই নেই। ওয়াসার পানি নগদ টাকায় মিলছে ওই এলাকায়। যখনই টাকা দিয়ে কেনার কথা বলে তখনই পানি ভর্তি গাড়ি হাজির হচ্ছে এলাকায়।এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ওয়াসাকে জানানো হলেও মিলেছে শুধুই প্রতিশ্রুতি। এমনটিই জানালেন ভুক্তভোগী এলাকাবাসীরা। গতকাল দুপুরে ঈদগাহের রূপসা বেকারি মোড়ে জড়ো হন বিক্ষুব্ধ এলাকাবাসী। নগদ টাকায় কেনা পানি ভর্তি গাড়িগুলো আটকে নিয়মিত পানির জন্য বিক্ষোভ করেন। এ ব্যাপারে ঈদগা এলাকার বশির উল্ল্যাহ জানান, পানি সমস্যা দীর্ঘ দিনের। ওয়াসা শুধু প্রতিশ্রুতিতিই দিচ্ছে। প্রতিশ্রুতিতে গা ভেজে না। গত পাঁচদিন পানিই নেই লাইনে। অথচ টাকা দিয়ে পানি কিনতে চেয়ে ফোন করলেই পানির গাড়ি পৌঁছে যাচ্ছে বাসায়। ঝর্ণাপাড়ার বেলাল হোসেন জানান, পানি সমস্যা সমাধানে ওয়াসা কাজ করছে অনেক দিন। এখনো কাজও শেষ হয়নি। পানিও নেই! বরফকল এলাকার মামুনুর রশিদ জানান, পুরুষরা মসজিদের পুকুরে গিয়ে গোসল করি। মহিলাদের অবস্থা বেশী খারাপ। পাশের বাড়ি ওয়ালার ডিপ টিউবওয়েল থেকে উঠানো পানি কিনে খেতে হয়। এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী এয়াকুব সিরাজ উদ্দৌলা বলেন, পানি সমস্যা দীর্ঘদিন কথাাট সঠিক নয়। পানি সমস্যা হচ্ছে দুই দিন ধরে। আমরা কাজ করছি আজ ইফতারের আগেই ওইসব এলাকায় পানি যাবে। পানি বিক্রির বিষয়টি তিনি স্বীকার করে বলেন, পানি বিক্রিটা অফিসিয়াল। কেউ ডিমান্ড দিলে অফিসকে জানিয়ে পানি বিক্রি হয়। সেই টাকা ব্যাংকে জমা হয়। কেউ অবৈধভাবে পানি বিক্রি করলে আমরা তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্থা নিয়ে থাকি। স্থানীয় কাউন্সিল এরশাদ উল্যাহ জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ। তাই পানি দেয়ার ক্ষেত্রেও বিষয়টি মাথায় রাখতে হবে। আজ বিক্ষোভ চলাকালে ওয়াসার প্রধান প্রকৌশলী জানিয়েছেন সমাধানে ওয়াসা কাজ করছে, আজই পানি পাবে ওই এলাকার মানুষ। সোমবার (২০ মে)অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ সভায় প্রায় সব কাউন্সিলর এলাকার পানি সংকট নিয়ে কথা বলেছেন।

সর্বশেষ