spot_imgspot_img
spot_imgspot_img

তাজিকিস্তানের কারাগারে দাঙ্গায় নিহত ৩২

spot_img

 

- Advertisement -

তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গায় তিনজন কারারক্ষীসহ ৩২ জন নিহত হয়েছেন। ওই কারাগারে দেড় হাজার বন্দি ছিলেন। কারাগারটি রাজধানী দুশানবে থেকে পূর্বে ভাখদাত শহরে অবস্থিত। গত ছয় মাসের মধ্যে এটি দেশটির কারাগারে দ্বিতীয় প্রাণঘাতী দাঙ্গার ঘটনা।

দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামিক স্টেট (আইএস)-এর একদল সদস্য গার্ডদের হত্যা করে তাদের সঙ্গী অভিযুক্ত ব্যক্তিদের মুক্ত করে। এসময় মুক্তি পাওয়া এসব বন্দি অন্য কারাবন্দিদের ওপর হামলা চালায়। পরে গার্ডরা গুলি চালালে ২৪ জন কারাবন্দি নিহত হয়।

হামলায় আর কে কে নিহত হয়েছেন তা এখনও অস্পষ্ট। তবে হামলাকারীদের একজনের নাম বেখরুজ গুলমুরুদ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেখরুজের বাবা গুলমুরুদ খালিমভ তাজিক স্পেশাল ফোর্সের একজন সদস্য ছিলেন। যিনি পরে আইএসে যোগ দিয়ে সিরিয়া যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ