বান্দরবানের আ’লীগের সহ-সভাপতিকে অস্ত্রের মুখে অপহরণ

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক: বান্দরবান সদর উপজেলায় চথোই মং মারমা নামে আওয়ামী সমর্থিত সাবেক কমিশনারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য জেএসএসকে দায়ী করছে জেলা আওয়ামী লীগ।

বুধবার রাত ৯টার দিকে বান্দরবান সদরের ওজিহেডম্যানপাড়া এলাকার নিজ খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে মুখ বেঁধে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।অপহৃত চ থোয়াই মং মারমা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলা রেইছা সদর ইউনিয়নের উজিপাড়া থেকে অস্ত্রের মুখে সশস্ত্র সন্ত্রাসীরা বান্দরবান পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর চথোই মং মারমাকে অপহরণ করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশঙ্খলা বাহিনী।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, অস্ত্রের মুখে আওয়ামী লীগের নেতাকে অপহরণ করা হয়েছে। অপহৃতকে উদ্ধারে চেষ্টা চলছে।

এদিকে আওয়ামী লীগের পৌর কমিটির সহ-সভাপতিকে অপহরণের খবরে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ সিনিয়র নেতারা।

সর্বশেষ