নিজস্ব প্রতিবেদকঃ স্মিতা চৌধুরী। উপস্থাপনায় যার জনপ্রিয়তা চট্টগ্রাম নগর জুড়ে। যার কণ্ঠধ্বনির সাথে পরিচয় প্রায় সমগ্র চট্টগ্রামবাসীর। সেই আলোচিত উপস্থাপিকা স্মিতা চৌধূরীর ব্যতিক্রমি আয়োজনে জন্মদিন উদযাপিত হয়েছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দুই নম্বর গেইটস্থ হাইড আউট লাউঞ্জ এন্ড গেম জোনে ইফতারের আয়োজনের মাধ্যমেই সাদামাটা ভাবেই পালন করা হয় জন্মদিন। ইফতার পরবর্তী নামাজ শেষে সম্মিলিতভাবে কেক কাটা হয় অনাড়ম্বর আনুষ্ঠানিকতায়। এ সময় অতিথিরা ফুল দিয়ে স্মিতা চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান । অনুষ্ঠানে অতিথি হিসেবে স্মিতা চৌধুরীকে শূভেচ্ছা জানাতে এসেছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা, ভাইস প্রেসিডেন্ট ডাঃ মুনাল মাহবুব, র্যাংকস এফসি প্রপার্টিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, হাইড আউট লাউঞ্জ এবং হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, সি প্লাস টিভি’র এডিটর ইন চীফ আলমগীর অপু, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া, ইলিয়েনোরা ফ্যাশন হাউজের কর্ণধার নাবিলা নওশিন, মিরাক্ষেল খ্যাত কৌতুক অভিনেতা ও শিল্পি কমর উদ্দিন আরমান, যাদুশিল্পি রাজিব বসাক, নাটাই ব্যান্ডের ভোকাল আল তোষি, নাহিদ নাটাই। এছাড়া চট্টগ্রামের ফ্যাশন, মিডিয়া, সাংস্কৃতি জগতের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল পরিচিত মুখ স্মিতা চৌধূরীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন।